• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে জমি অধিগ্রহণ ছাড়াই পিলার স্থাপনের অভিযোগ, ক্ষতিগ্রস্তদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : যশোরে কোনো ধরনের পূর্ব অবহিতকরণ বা জমি অধিগ্রহণ ছাড়াই জোরপূর্বক ৩ লাখ ২০ হাজার ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের পিলার বসানো বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমি মালিকরা।

বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘যশোর মেডিকেল কলেজ পাড় ভূমিরক্ষা সংগ্রাম কমিটি’-এর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

স্থানীয়দের অভিযোগ, তাদের ভূমির আইনি প্রক্রিয়ায় অধিগ্রহণ না করে এবং কোনো ক্ষতিপূরণ ছাড়াই বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জবরদস্তিমূলকভাবে পিলার স্থাপন করা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও বেআইনি।