কেশবপুরে আশ্রয়ণ প্রকল্পে খাদ্যসামগ্রী বিতরণ করলো জামায়াতে ইসলামী
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার বায়সা এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধান অতিথি হিসেবে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন, যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, উপজেলা জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, সেক্রেটারি সিরাজুল ইসলাম, পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল ওহাব প্রমুখ। খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও তেল দেওয়া হয়। এর আগে উপজেলার ত্রিমোহিনী, সাগরদাঁড়ি এবং বিদ্যানন্দকাটি ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেশবপুরের অন্যান্য আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝেও ওই খাদ্যসামগ্রী দেওয়া হবে।
আপনার মতামত লিখুন :