লাইফ সাপোর্টে গুলিবিদ্ধ হাদি: মাথায় ঢুকেছে গুলি, অবস্থা ক্রিটিক্যাল
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
স্বপ্নভূমি ডেস্ক :
রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিচালক জানান, গুলিবিদ্ধ হাদি বর্তমানে ঢামেক হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি বলেন, "হাদির মাথার ভেতরে গুলি রয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। আমরা তার জন্য সর্বোচ্চটুকু করছি।"
অন্যদিকে, ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয়, তখন তার অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক। জরুরি ভিত্তিতে তাকে সিপিআর (CPR) দেওয়া হয়। তিনি আরও বলেন, "তার মাথার ভেতরে গুলি আছে, কানের আশপাশে গুলি লেগেছে।"
জানা যায়, আজ দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালায়।
হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ শেষে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি হাদির বাম কানের নিচে লাগে। গুলি চালিয়েই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর আহত ওসমান হাদিকে রিকশায় করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
আপনার মতামত লিখুন :