• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

উপদেষ্টা হিসেবে ১৬ মাস, ফেসবুক পোস্টে যা লিখলেন আসিফ মাহমুদ


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে দীর্ঘ ১৬ মাস দায়িত্ব পালন করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময়ের মধ্যে অনেককিছু শিখেছেন এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটের ওপর থেকে কাজ করে গেছেন বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এমনটা জানিয়েছেন।
পোস্টে আসিফ লিখেছেন, বিগত ষোল মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাঁধা, হুমকি, রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি। আল্লাহ তাআ'লার রহমতে এবং আপনাদের সমর্থনে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি।
 
বিভিন্ন সিদ্ধান্ত আলোচিত-সমালোচিত হয়েছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, অনেক উদ্যোগ, কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে। তবে, আপনারা যা দেখেছেন তা হলো ‘এন্ড রেজাল্ট’, বাস্তবায়নে নেপথ্যের পরিশ্রমটা অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল।
 
তবে শেষ পর্যন্ত জনগণের ওপর ভরসা রাখেন উল্লেখ করে সাবেক এই উপদেষ্টা লিখেছেন, গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ, রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো। তবে আপনাদের যেই ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছি তাতে এসবে আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।

উল্লেখ্য, আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। এ এফ হাসান আরিফকে (প্রয়াত) সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় গত বছরের নভেম্বরে। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।