• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে মাদ্রাসা শিক্ষার্থী বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষক রনি গ্রেফতার


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরের আরবপুর দিঘীরপাড়া এলাকার একটি মাদ্রাসায় নয় বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক রফিকুল ইসলাম রনিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মনোহরগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার রনি ওই গ্রামের রাশেদ মিয়ার ছেলে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাবুবা শারমিন তার জবানবন্দি গ্রহণ শেষে রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ জুন দুপুর ১১টার দিকে মাদ্রাসার নিয়ম অনুযায়ী একটি রুমে থাকা ১৬ জন শিক্ষার্থী ঘুমিয়ে পড়ে। তবে রুমের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত রনি জেগে থেকে এক পর্যায়ে বাইরে গিয়ে ঘরে ফিরে এসে এক শিক্ষার্থীকে বলাৎকার করে এবং পরে রুম ত্যাগ করে। ঘটনাটি জানাজানি হলে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা উত্তেজিত হয়ে প্রতিষ্ঠান ঘেরাও করেন।

ঘটনার পর রনিকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা থাকলেও মাদ্রাসার দুই শিক্ষক তাকে কৌশলে অন্যত্র সরিয়ে ফেলেন। স্থানীয়দের তৎপরতায় ওই দুই শিক্ষক—যশোর সদরের দাইতলা গ্রামের ফয়সাল (পিতা: আনিসুর রহমান) এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কামাল হোসেন (পিতা: নাজমুল হক)—পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই পায়েল কুণ্ডু জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় রনির অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত কাজ অব্যাহত রয়েছে।