• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে জুট মিল শ্রমিকের ঝুলন্ত মারদেহ উদ্ধার


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে মনিরুল ইসলাম (২৫) নামে এক জুট মিল শ্রমিকের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার রাজঘাট এলাকায় জেজেআই জুট মিলের ভেতরে আকিজ গ্রুপের লিজ নেওয়া ইকোপ্যাক লি: এর ডালিয়া নামের শ্রমিক কোয়ার্টারের ৫ নম্বর কক্ষ থেকে মরদহটি উদ্ধার করা হয়।
নিহত মনিরুল ইসলাম কুড়িগ্রাম জেলার বুড়িঙ্গামারী উপজেলার বনদীয়া ইউনিয়নের কাশেম বাজার এলাকার আব্দুল হাই মন্ডলের ছেলে। 
মনিরুলের পাশের রুমে থাকা শাহীন নামের এক শ্রমিক জানান, পারিবারিক কলহের জেরে তার সহকর্মী মনিরুল আত্মহত্যা করতে পারে।  খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।  
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।