• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৫ বাংলাদেশি আটক


FavIcon
বুলবুল হোসেন
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) রাতে রুদ্রপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো- মাদারীপুর জেলার রাজৈর থানার কবিরাজপুর এলাকার বিষউদ্দিন গ্রামের কবির হাওলাদারের ছেলে আফজাল হোসেন (৩৭), নড়াইল জেলার সদর থানার শিমুলিয়া এলাকার বনখইলখালী গ্রামের মৃত বিধান বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস (৩৬), শাশান শিকদারের মেয়ে রুপালী বিশ্বাস  (২৫), দোলন বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস   (১৭) ও অমৃত বিশ্বাস   (১৫)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রুদ্রপুর সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করছে। খবরের সত্যতা যাচাই করতে টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ২২ আর পিলার সংলগ্ন রুদ্রপুর গ্রামস্থ পূর্বপাড়ায় অভিযান চালায়। এসময় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রস্তুতিকালে চার পুরুষ ও এক নারীকে আটক করা হয়। পরে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।