যশোর নারী ডিপো ম্যানেজারকে ধর্ষণের অভিযোগে ডিলার সোহেল আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : যশোরে এক কোম্পানির নারী ডিপো ম্যানেজারকে ফুসলিয়ে অফিসে ডেকে নিয়ে ধর্ষণের ধর্ষণের ঘটনায় ডিলার সোহেল আমিনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটক সোহেল শহরের স্টেডিয়ামপাড়ার বদরুল আমিন সালামের ছেলে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছ, ৪/৫ মাস আগে সোহেল কোম্পানির ডিলারশিপ নেন। গত ১৮ সেপ্টেম্বর কোম্পানির অফিসে ডিলারদের মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে ডিলার সোহেল ওই নারীর মোবাইল নম্বর নেন। ওই দিনই রাত আটটার পর তিনি কল করে বাড়ির সামনে গিয়ে কথা বলেন। এ সময় ওই নারীকে সমস্যার কথা বলে শুক্রবার সকালে তার অফিসে দেখা করতে বলে।
পরদিন সকালে ওই নারী প্রথমে তার অফিসে গিয়ে দেখেন তালা মারা। এরপর সোহেল তাকে তার ফ্ল্যাট বাসায় নিয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখেন কেউই নেই। সেখান থেকে চলে আসতে চাইলে তাকে মারপিট করে আটকে রাখে সোহেল। একপর্যায়ে সোহেল ওই নারীর মুখ বেধে ধর্ষণ ও আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। এসব বিষয়ে কাউকে জানালে সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছেড়ে দেওয়ার ভয় ও হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোহেলর বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করেছে।
আপনার মতামত লিখুন :