• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নওয়াপাড়ায় চাঁদাদাবি ও মারপিটের মামলায় বিএনপির সাবেক নেতা জনি ও মিঠুকে শোন-অ্যারেস্ট


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : অভনগরের নওয়াপাড়ার একটি চাঁদাদাবি ও মারপিটের মামলায় বিএনপির সাবেক নেতা আসাদুজ্জামান জনি ও কামরুজ্জামান মিঠুকে শোন-অ্যারেস্ট করেছে আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরা বেগম আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামি জনি গুয়াখোলা সুপারীপট্টি এলাকার কামরুজ্জামানের ছেলে ও মিঠু গুয়াখোলার মহিলা কলেজ রোড এলাকার মৃত জালাল উদ্দিন ওরফে মনিরুজ্জামানের ছেলে। 

মামলার অভিযোগে জানা গেছে, নওয়াপাড়ার বস্ত্র ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন সোহাগের সাথে আসামি আলমগীর হোসেনের সাথে যৌথ ব্যবসা করত। সোহাগ ২০২৪ সালে ব্যবসা গুটিয়ে প্রথমে ভিয়েতনাম ও পরে লাউসে চলে যায়। সোহাগের কাছে ৪২/৪৩ লাখ টাকা আলমগীর পাবে বলে থানায় একটি অভিযোগ দেয়। এ ঘটনায় থানা পুলিশ জাহাঙ্গীর হোসেনকে ১১ জুলাই হাজির থাকতে বলে। 

৬ জুলাই সন্ধায় আসামি জনি, আলমগীরসহ অন্যরা জাহাঙ্গীর হোসেনকে তার কাপড়ের দোকান থেকে কৌশলে ডেকে একটি ডায়াগোনেস্টিক সেন্টারে নিয়ে আটকে রাখে। সেখানে আসামি ফাঁকা চেক ও স্টাস্পে স্বাক্ষর করানোর জন্য চাপ দেয়। রাজি না হওয়ায় আসামিরা তাকে মারপিট করে স্টাস্প ও চেকে স্বাক্ষর করে নেয়। এরপর তারা জাহাঙ্গীর হোসেনের জমি লিখে নেয়ার জন্য জমি কাগপত্র নিয়ে যায়। পরবর্তীতে জনির লোকজন ১০ লাখ টাকা দাবি করে জমি ও দেনার টাকা দিবে হবে না বলে। ৯ জুলাই রাতে জনি তার অফিসে ডেকে জাহাঙ্গীরকে তার বাড়ি আলমগীদের নামে লিখে দিতে বলে। এতে রাজি না হওয়ায় তাকে হুমকি দিতে তাড়িয়ে দেয় জনি ও তার লোকজন। বিষয়টি জনির পিতাকে জানালে সে তার ছেলের দাবি মেনে নিতে বলে। আসমিদের অত্যাচার ও হুমকিতে জাহাঙ্গীর হোসেন নিরুপায় অভয়নগর থানায় জনি, মিঠুসহ ৬ জনের নামউল্লেখ করে অভয়নগ থানায় মামলা করেন। 

এ মামলার আসামি জনি ও মিঠু অন্য একটি মামলা হয় কারাগারে থাকায় এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু বক্কার সিদ্দিক ২৭ সেপ্টেম্বর আদালতে শোন-অ্যারেস্টের আবেদন করেন। গতকাল এ আবেদনের শুনানি শেষে বিচারক আবেদন মঞ্জুর করে তাদের শোন-অ্যারেস্টের আদেশ দিয়েছেন।