• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আজ ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

দেশের বিভিন্ন অঞ্চলে আজ সোমবার (২৯ জুলাই) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, উল্লেখিত অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সারাদেশেই বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ১০৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সোমবার দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুলনা ও সিলেট বিভাগে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।


পরামর্শ: আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় জনগণকে সতর্ক থাকার এবং নদী পথে চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।