একমাত্র উপার্জনের উৎস ভ্যান হারিয়ে দিশেহারা আশিক
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
মোহাম্মদ হানজালা:
যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ভ্যান চালক আশিক। অভাবের সংসারে আছে পিতা-মাতা স্ত্রী-সন্তান। কিছু দিন আগে ঋণ করে একটি ভ্যান ক্রয় করেন আশিক।
সব মিলিয়ে ভ্যান চালিয়ে যা উপার্জন করছিল তা দিয়ে কোনোরকম দিন কাটছিলো ভ্যান চালক আশিকের পরিবারের।
কিন্তু, গত ৮ই ডিসেম্বর রাত ৩টার দিকে কিছু অসাধু চক্র তার নিজ বাড়ি থেকে ভ্যানটি চুরি করে নিয়ে যায়। আশে-পাশে খোঁজ করে কোন সন্ধান পাওয়া যায়নি।
ভ্যান চালক আশিক জানান, কিছুদিন আগে ৮০ হাজার টাকা ঋণ করে একটি মোটর ভ্যন কিনেছিলাম। কিন্তু গত ৮ই ডিসেম্বর রাত ১০ টার দিকে কাজ শেষে বাসায় ফিরে ভ্যানে তালা দিয়ে ঘুমাতে যায়। পরে রাত ৩ টার দিকে তার এক প্রতিবেশি রাশেদ কিছু লোককে ভ্যানটিকে নিয়ে যেতে দেখে দ্রুত আশিককে ডাকেন। চক্রটি ভ্যানটি নিয়ে দ্রুত চলে যাওয়ায় ধরা যায়নি চোরকে।
আশিকের পরিবার জানান, আমাদের পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল ভ্যান।ভ্যান চালিয়ে যতটুকু উপার্জন হতো তাই দিয়েই চলতো তাদের সংসার। ভ্যান হারিয়ে ছোট ছোট সন্তানদেরকে নিয়ে অনেক কষ্টর দিন পার করতে হচ্ছে।
এ সময় স্থানীয়রা জানান, শুধু আশিকের ভ্যান নয়, এলাকা থেকে, পানির মটর, মোবাইল, সাইকেল, ট্রান্সফরমা, স্যালো মেশিন সহ চুরি হচ্ছে বিভিন্ন জিনিস পত্র।
এলাকাবাসী বলেন, উঠতি বয়সী তরুণদের মধ্যে মাদকাসক্তি বেড়ে যাওয়ায় এবং পর্যাপ্ত প্রশাসনের দৃষ্টি না থাকাই, অর্থের প্রয়োজনে এমন কাজ করছে বলে মনে করছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, প্রশাসন যেনো এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এবং অসহায় আশিককে তার ভ্যানটি ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।
আপনার মতামত লিখুন :