• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে প্রেমের ফাঁদে পড়ে যুবক আহত,


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার: যশোরে প্রেমের প্রলোভনে ডেকে এনে রাসেল (২১) নামে এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় শহরের দড়াটানা ভৈরব নদীর পার্ক গেটের সামনে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় রাসেলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রাসেল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেতুলিয়া ভুষিবন্দর এলাকার বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, যশোর শহরের জেলরোড এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় রাসেলের। সেই সূত্রে তিনি মেয়েটির সঙ্গে দেখা করতে যশোরে আসেন। সন্ধ্যা ৭টার দিকে পার্ক গেট এলাকায় পৌঁছালে হঠাৎ ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে চাঁদা দাবি করে।

রাসেল টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে স্থানীয় পথচারী সজল শেখ ও মেয়েটির পরিবারের সহায়তায় রাসেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।