যশোরে চিহ্নিতসন্ত্রাসী গোন্ডেল ফিরোজ বার্মিজ চাকু ও হাতুড়িসহ আটক
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৫
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের চিহ্নিত সন্ত্রাসী অভিরাজ শেখ ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে চাকু ও হাতুড়িসহ আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় কোতয়ালি থানা পুলিশ শহরের চাঁচড়ার মাগুরপট্টি এলাকা থেকে তাকে আটক করে। আটক গোল্ডেন ফিরোজ শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আলী আজিম শেখের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া মাগুরপট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় গোল্ডেন ফিরোজকে আটক ও তার দেহ তল্লাশি করে একটি বার্মিজ চাকু ও দুইটি হাতুড়ি আর করা হয়। এ ঘটনায় আটক গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে এসআই নকীব ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় দ্রæত বিচার আইনে মামলা হয়েছে। আটক ফিরোজকে বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :