• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে পিকআপের ধাক্কায় চিকিৎসক আহত সড়ক অবরোধ


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
পিকআপের ধাক্কায় মধুসুদন অধিকারী  নামের এক  বৃদ্ধ পল্লী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের হুশতলা র‌্যাব অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত মধুসূদন অধিকারী  শহরের হুশতলার এলাকার বাসিন্দা। এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী মুড়লি ও মনিহার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রেল স্টেশন সংলগ্ন ‘মিথিলা ফার্মেসি’ বন্ধ করে মোটরসাইকেলে করে বাসার উদ্দেশে যাচ্ছিলেন মধুসুদন অধিকারী। পথিমধ্যে হুশতলা র‌্যাব অফিসের সামনে পৌঁছালে দ্রæতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল যাত্রী মধুসূদন অধিকারী রাস্তা উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক  স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। 
এদিকে সড়ক দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী হুশতলা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে করেন। বিক্ষোভ চলাকালে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । 
খবর পেয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি দ্রæত দুর্ঘটনাকারী চালককে আটক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্পিড ব্রেকার নির্মাণের বিষয়েও আশ্বস্ত করেন। এলাকাবাসী অবরোধ তুলে নেয়।