• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মেসিকে ভারতের জার্সি ও বিশ্বকাপের টিকিট উপহার দিলেন আইসিসি চেয়ারম্যান


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৩
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
'গোট ইন্ডিয়া ট্যুর'–এর তৃতীয় দিনে ও শেষ দিনে লিওনেল মেসি দিল্লিতে অবস্থান করছিলেন। দুপুরে দিল্লিতে পৌঁছে আর্জেন্টাইন মহাতারকা তার সঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে নিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হন।
মেসি যখন অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত হন, তখন সেখানে 'সেলিব্রিটি মেসি অল স্টারস' ও 'মিনার্ভা মেসি অল স্টারস' দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ চলছিল। এই ম্যাচে মিনার্ভা মেসি অল স্টারস দলটি ৬-০ ব্যবধানে সেলিব্রিটি মেসি অল স্টারসকে পরাজিত করে।
মেসি ও তার দুই সতীর্থের দিল্লি সফর উপলক্ষে অরুণ জেটলি স্টেডিয়ামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে এই আর্জেন্টাইন কিংবদন্তি, তার দুই সতীর্থ সুয়ারেজ ও ডি পলকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উপহার হিসেবে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।
বিসিসিআইয়ের সাবেক সভাপতি জয় শাহ ওই অনুষ্ঠানে উপস্থিত উচ্চপর্যায়ের অতিথিদের একজন ছিলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও ভারতের ফুটবল কিংবদন্তি বাইচুং ভুটিয়া।
 জয় শাহ মেসির হাতে ভারতের জার্সি তুলে দেন, যেখানে ফুটবলারের নাম ও জার্সি নম্বর লেখা ছিল। পাশাপাশি আইসিসি চেয়ারম্যান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বনাম যুক্তরাষ্ট্র ম্যাচের একটি টিকিটও মেসিকে উপহার দেন।
মুম্বাই থেকে আজ (১৫ ডিসেম্বর) সকালেই দিল্লিতে পৌঁছানোর কথা ছিল মেসির। দিল্লিতে কয়েকটি ইভেন্টে অংশগ্রহণ করে বিকেলে প্রস্থানের সময়সূচি নির্ধারিত ছিল। কিন্তু দিল্লির প্রতিকূল আবহাওয়ার জন্য মেসির ফ্লাইটের বিলম্ব হয়। সকালজুড়ে ঘন কুয়াশার কারণে বিমান উড়েনি। তাছাড়া গত কয়েকদিন ধরে দিল্লির বায়ুমান ‘তীব্রতর’। আজ সেটা ‘বিপজ্জনকে’ বদলেছে। তাই দিল্লিতে মেসির পৌঁছা বিলম্বিত হয়েছে।
শেষ পর্যন্ত দুপুর আড়াইটা নাগাদ দিল্লি ইন্ধিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করেন মেসি। সেখান থেকে যান অরুণ জেটলি স্টেডিয়ামে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথা এই আর্জেন্টাইন মহাতারকার।