ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে শিবিরের জয় নিয়ে শশী থারুরের উদ্বেগ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উল্লেখযোগ্য জয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর। তিনি এক্সে দেওয়া এক পোস্টে শিবিরের এই সাফল্যকে ভবিষ্যতের জন্য "উদ্বেগজনক ইঙ্গিত" হিসেবে অভিহিত করেন।
থারুর প্রশ্ন তুলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে কি না। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
তার মতে, আওয়ামী লীগ ও বিএনপির প্রতি জনগণের ক্রমবর্ধমান অসন্তোষের সুযোগ নিয়েই জামায়াতে ইসলামী নতুন করে জনসমর্থন পাচ্ছে। তবে এর অর্থ এই নয় যে জনগণ কট্টরপন্থী ইসলামের প্রতি ঝুঁকছে, বরং অনেকে জামায়াতকে তুলনামূলক "পরিচ্ছন্ন দল" হিসেবে দেখছে যাদের বিরুদ্ধে এখনো দুর্নীতি বা অব্যবস্থাপনার অভিযোগ নেই।
শশী থারুর লিখেছেন, “২০২৬ সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে যদি জামায়াত উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা পায়, তবে নয়াদিল্লিকে এক নতুন বাস্তবতার মুখোমুখি হতে হতে পারে।”
এদিকে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে শিবির সমর্থিত প্রার্থীরা সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে ৯টিতে জয়ী হয়েছে।
ভিপি পদে শিবির নেতা আবু সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩ হাজার ৮৮৩ ভোট এবং ছাত্র ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯ ভোট। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের পেয়েছেন ১ হাজার ১০৩ ভোট এবং প্রতিরোধ পরিষদের তাসনিম আফরোজ এমি পেয়েছেন মাত্র ৬৮ ভোট।
আপনার মতামত লিখুন :