• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা সরকারি খাল খননে বাধা নেট-পাটা ও কচুরিপানা


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে সরকারি খাল খননে নেট-পাটা ও কচুরিপানা এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযানের কথা থাকলেও বিভিন্ন কারণে তা বন্ধ রয়েছে। যে কারণে খালপাড়ের অধিকাংশ বাসিন্দা ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা সরকারি খালের ভেতরে অবৈধভাবে নেট-পাটা বসিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে। ফলে খালগুলোতে প্রচুর পরিমানে কচুরিপানার জন্ম হচ্ছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় উল্লেখিত সমস্যার কথা তুলে ধরেন বক্তারা। সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী নাজমুল হুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরকার, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেন, জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়াটার ক্লাস্টার অফিসার কৃষিবিদ তাহিরা ইসলাম মুনিয়া, সুকুমার বিশ্বাস, মান্নান শেখ, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, মো. জহিরুল ইসলাম, বিকাশ রায় কপিল, উপজেলা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম ফরাজী প্রমুখ। নিয়মিত সভার শুরুতে প্রকল্পের চলমান কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। 

পুন:খননকৃত খালগুলোর বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে আলোচনা করেন, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।