ঝিকরগাছায় নছিমন–প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ৩ গরু ব্যবসায়ী আহত
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৪
ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের
ঝিকরগাছা উপজেলার বেনেয়ালি বাজার এলাকায় নছিমন ও প্রাইভেটকারের মুখোমুখি
সংঘর্ষে তিনজন গরু ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ
দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে।
আহতরা
হলেন ঝিকরগাছার বামন আলী গ্রামের মৃত ফকির মোল্লার ছেলে আক্কাস আলী এবং
বালিখোলা গ্রামের হযরত আলীর ছেলে ইকবাল হোসেন। তাদের ঝিকরগাছা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইকবাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে
জানা গেছে। আরেকজন আহত ব্যক্তি দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করায় তার
পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল
থেকে যশোরমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নছিমনের
মুখোমুখি সংঘর্ষ হয়। দুই গাড়িই উচ্চগতিতে চলছিল বলে তারা জানান।
দুর্ঘটনার
খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার
করে হাসপাতালে পাঠান। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী
জানান,আরও একজন আহত ছিলেন,তবে তিনি হাসপাতালে নেওয়ার আগেই সরে যান।
এ
বিষয়ে ঝিকরগাছা থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আবু সাইদ জানান,খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের
প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :