কেশবপুরে তেল সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করায় তিন ব্যবসায়ী জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার পাথরঘাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের জয়দেব ঘোষ (২৫), শয়ন ঘোষ (২৭) ও সজীব ঘোষ (২৮) দীর্ঘদিন ধরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করছিলেন। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ ঘটনাস্থলে গিয়ে এই বিষয়ে সত্যতা পান। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক তাদের তিনজনকে এক লাখ টাকা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন। এ ছাড়া ভেজাল দুধ তৈরির উপকরণ জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ভেজাল দুধ তৈরি করার অপরাধে ওই তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করাসহ ভেজাল দুধ তৈরির উপকরণ বিনষ্ট করা হয়েছে।
আপনার মতামত লিখুন :