• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: প্রতিরক্ষামন্ত্রীসহ ৮ জন নিহত


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ ও পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মেদসহ আটজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আছেন আরও কয়েকজন শীর্ষ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তা।

আলজাজিরার বরাতে জানা যায়, হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও পাঁচজন যাত্রী ছিলেন।

ঘানার প্রেসিডেন্ট জন মাহামার চিফ অফ স্টাফ জুলিয়াস দেবরাহ বুধবার (৬ আগস্ট) দুর্ঘটনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

নিহত অন্যদের মধ্যে রয়েছেন: জাতীয় নিরাপত্তার উপ-সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মোহাম্মদ মুনিরু লিমুনা এবং এনডিসি দলের ভাইস চেয়ারম্যান স্যামুয়েল সারপং।

ঘানার বিমানবাহিনী জানায়, হেলিকপ্টারটি রাজধানী আক্রা থেকে ওবুয়াসির উদ্দেশে রওনা হয়েছিল। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি জন মাহামা। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি একদিনের জন্য সরকারি কার্যক্রম স্থগিত ঘোষণা করেন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।