• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, জব্দ ইজিবাইক ও বিপুল অর্থ


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন—বসতপুর ২নং কলোনী গ্রামের আব্দুল আলিম (৩৮) ও কাশেম শেখের ছেলে মকবুল (৩২)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে বাগআঁচড়া টু বসতপুর রোডের মনোয়ারা অটো রাইচ মিলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোরা চাঁদ দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

আটকের সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১,৭৮,০০০ টাকা এবং পাচার কাজে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।