
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে ঝিকরগাছা উপজেলা মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি জনাব সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান খান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুর্তজা ইলাহী টিপু, উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও তরুণ নেতা ইমরান সামাদ নিপূন।
এছাড়াও সমাবেশে ঝিকরগাছা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও নারী নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান
আপনার মতামত লিখুন :