অভয়নগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরকে হারিয়ে ঝিনাইদহের শুভ সূচনা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 6, 2025 ইং
অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে আরাফাত রহমান কোকো স্মৃতি লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন হয়েছে। অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে শনিবার (৪ অক্টোবর) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ও টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ ১-০ গোলে যশোর খেলোয়াড় কল্যাণ সমিতিকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে। খেলার দ্বিতীয়াধের ৭ মিনিটে ঝিনাইদহ দলের ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড় সুমন দলের পক্ষে একমাত্র গোলটি করেন। খেলা শেষে সুমনকে সেরা খেলোয়াড় হিসেবে পুরষ্কৃত করা হয়।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ মো. শামিমুর রহমান শামীম। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন, অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা ও খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল।
টুর্নামেন্ট কমিটি জানায়, ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) একই মাঠে বিকাল সাড়ে ৩ টায় খুলনা জেলা ফুটবল একাদশের মুখোমুখি হবে সাতক্ষীরা জেলা ফুটবল একাদশ।
আপনার মতামত লিখুন :