হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক : ইসরায়েলের বিমান হামলায় কাতারের রাজধানী দোহা কেঁপে উঠেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চালানো এই হামলাটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে করা হয়েছে বলে জানা গেছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি বিবৃতি দিয়েছে। তবে তারা সরাসরি কাতারের নাম উল্লেখ করেনি। বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী এবং এর জন্য দায়ী কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। আইডিএফ আরও জানায়, এই নেতারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর খবর অনুযায়ী, হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মেশাল সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে ১৯৯৭ সালে জর্ডানে তাকে হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। অন্যদিকে, সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাস নেতারা বৈঠকে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল।
কাতার সরকারের প্রতিক্রিয়া
দখলদার ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, "হামাসের রাজনৈতিক শাখার কিছু সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে এই অপরাধমূলক হামলা চালানো হয়েছে। এটি আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন এবং কাতারের নাগরিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।"
তিনি আরও বলেন, "ইসরায়েলের এই ধরনের বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ধারাবাহিক ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে।" বর্তমানে হামলার বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের তদন্ত চলছে বলেও তিনি জানান।
তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, চ্যানেল-১২, আলজাজিরা
আপনার মতামত লিখুন :