দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেনাপোলের,স্বেচ্ছাসেবকদলের রাজু ও মাসুদ বহিষ্কার
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2025 ইং
বেনাপোল প্রতিনিধি: দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ এবং দুর্গাপুর ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ হোসেনকে বহিষ্কার করেছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (২০ জুলাই) যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শামীম আকতার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগরের অনুমোদনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে বহিষ্কৃতদের সঙ্গে দলের কোনো নেতাকর্মীকে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :