সারাদেশের সাথে একযোগে যশোর শিক্ষাবোর্ডেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। আজ বাংলা পরীক্ষার মধ্য দিয়ে খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৫টি কলেজের ১ লাখ ১৬ হাজার ৩১৭ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিতে যাওয়া হামদান এক্সপ্রেস পরিবহন ঢাকা শ্রীনগরে দূর্ঘটনায় কবলিত হয়েছে।এসময় সাংগঠনের ইউনিয়ন সভাপতিসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।শনিবার (২৮ জুন) ঢাকা-মাওয়া মুন্সীগঞ্জের এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২-এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামনগর ইউনিয়ন শাখার উদ্যোগে আজ বিকালে রামনগর ইউনিয়নের সতীঘাটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের অফিস সম্পাদক নূর-ই-আলী নূর মামুন। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস।
যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর ছোট ভাই মোঃ আইয়ুব হোসেন (৪২) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন।