ওষুধ কিনতে বেরিয়ে ছিনতাইকারীর কোপ খেলেন অনার্স ছাত্র; খোয়ালেন ২ ফোন
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এক কলেজছাত্রকে কুপিয়ে গুরুতর আহত করে তাঁর সঙ্গে থাকা টাকা ও দুটি মূল্যবান মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত ওই শিক্ষার্থীর নাম আবাবিল আদিত্য আল ইসলাম (২২)। বর্তমানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে এই হামলার ঘটনা ঘটে।
আহত আদিত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, আদিত্য কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র এবং আইইএলটিএস করার জন্য বর্তমানে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় থাকতেন।
রোহান জানান, আদিত্য তাঁকে ফোন করে ছিনতাইয়ের শিকার হওয়ার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি আদিত্যকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
আদিত্যর বরাত দিয়ে রোহান জানান, ঘটনার রাতে তিনি নিজের ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হয়ে শনির আখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন। সে সময় দুই কিশোর তাঁর পথরোধ করে সবকিছু বের করে দিতে বলে। আদিত্য প্রথমে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই সুযোগে পাশ থেকে আরও তিন যুবক এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা একটি আইফোন ১৬ প্রো ও একটি এস২০ আলট্রা ফোন এবং কিছু টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
চিকিৎসা ও আইনি ব্যবস্থা
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত যুবককে ভোরে হাসপাতালে আনা হয়েছে এবং তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন। ঘটনাটি সম্পর্কে যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :