• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মনিরামপুরে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে দেয়াল চাপা পড়ে বিজলি মণ্ডল (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। বিজলি ওই গ্রামের মুকুন্দ মণ্ডলের মেয়ে।
স্থানীয় এনজিও কর্মী রবিউল ইসলাম বলেন, আজ সকাল ৯টার দিকে বিজলি টিউবওয়েল থেকে পানি নিয়ে ঘরে ফিরছিলেন। এসময় ঘরের মাটির দেয়াল ভেঙ্গে তার গায়ের উপর পড়ে। স্বজনরা বিজলিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় কপালিয়া বাজারের একটি ক্লিনিকে নিয়ে যান। তখন দায়িত্বরত চিকিৎসক বিজলিকে মৃত ঘোষণা করেন।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার ফারুক মিন্টু বলেন, কয়েক দিনের ভারি বৃষ্টিতে মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বাড়িঘরের আশপাশে পানি উঠে যাওয়ায় মাটির ঘরগুলোর দেয়াল ভিজে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
চেয়ারম্যান আরও বলেন, আজ সকালে নিজেদের ঘরের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে বিজলি মারা গেছে। বিষয়টি স্বাভাবিক ঘটনা হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়নি।