লন্ডন সফরকালে ডিম হামলার শিকার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের লন্ডন সফরকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। শুক্রবার লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির খালিলি লেকচার থিয়েটারে তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। জুলাই অ্যাপ্রাইজিং কনভারসেশন নামের একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে এই ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সময় বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হয়। সোয়াস কর্তৃপক্ষ এবং লন্ডন পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়, যার ফলে মাহফুজ আলম ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা নির্বিঘ্নে হলে প্রবেশ করতে পারেন।
অনুষ্ঠান শুরুর সময় থেকেই স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ করতে থাকেন। তারা প্রথমে পার্কিংয়ে থাকা একটি গাড়িতে ডিম নিক্ষেপ করেন, যেটি তারা ভুলবশত উপদেষ্টার গাড়ি বলে মনে করেছিলেন।
সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠান শেষ হলে হাইকমিশনের গাড়ি ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার সময় আবারও ডিম ছোড়া হয়। এমনকি কয়েকজন বিক্ষোভকারী একটি কালো বিএমডব্লিউ গাড়ির সামনে শুয়ে পড়ারও চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, যে গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছিল, সেটিতে মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য রাস্তা ব্যবহার করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করেন।
পরে হাইকমিশনে জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর শীর্ষক আলোচনা সভায় মাহফুজ আলম বলেন, "আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।" তিনি আরও জানান, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য তিনি কাজ চালিয়ে যাবেন।
আপনার মতামত লিখুন :