• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে ভ্যাট দিবস উদযাপন ও ভ্যাট সপ্তাহ শুরু


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
“সময়মত নিবন্ধন নিব সঠিকভাবে ভোট দিব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে পাঁচদিন ব্যাপী ভ্যাট সপ্তাহ শুরু হয়েছে। আজ সকাল ১১টায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের উদ্যোগে শহরের ভোলাট্যাংক রোডে ভ্যাট অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শেখ আবু ফয়সল মো: মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ। 
এসময় প্রধান অতিথির বক্তেব্যে তিনি বলেন, দেশের মোট রাজস্ব আয়ে ভ্যাটের অবদান সর্বাধিক। ভ্যাটের প্রবৃদ্ধি একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির ইতিবাচক সূচক উল্লেখ করে তিনি যথাযথ ভ্যাট প্রদানের মাধ্যমে প্রকৃত অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যেতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, ভ্যাট ব্যবস্থায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন করে আসছে। তিনি জানান, অনিবন্ধিত প্রতিষ্ঠান, পূর্ণাঙ্গ অটোমেশনের ঘাটতি, রেয়াত-শৃঙ্খলার অসংগতি, অতিরিক্ত অব্যাহতি, ম্যানুয়াল অডিট এবং ই–কমার্স প্ল্যাটফর্ম থেকে ভ্যাট সংগ্রহের সীমাবদ্ধতার পরও যশোর কমিশনারেট গত বছরের মতো এবারও রাজস্ব আদায়ে সন্তোষজনক প্রবৃদ্ধি অর্জন করেছে।
তিনি বলেন, অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন, ই–রিটার্ন, ই–রিফান্ড, ই–অডিট, ই–পেমেন্ট, ইএফডি, ভ্যাট স্মার্ট চালানসহ আধুনিক রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল সুবিধাগুলো গ্রহণে ব্যবসায়ী ও স্টেকহোল্ডাররা আরও উৎসাহী হবেন বলে আশা করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ভ্যাটের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কর অঞ্চল, যশোরের কমিশনার মোঃ মাসুদ রানা, কাস্টমস হাউস, বেনাপোলের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহকারী কমিশনার পিয়াল দত্ত।