• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চলন্ত ভ্যানে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার: যশোরে চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মনিরা খাতুন (৪০) নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনিরা খাতুন যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট গ্রামের এনামুল হকের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মনিরা খাতুন স্বামীর বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বাবার বাড়ি নালিয়া যাচ্ছিলেন। পথে সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে পৌঁছালে চলন্ত ভ্যানের চাকার সঙ্গে তার পরনের ওড়না পেঁচিয়ে যায়। এতে ওড়না গলায় ফাঁস লেগে তিনি তৎক্ষণাৎ গুরুতর আহত হন।

খবর পেয়ে মনিরার বড় ভাই ঘটনাস্থলে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মনিরার এই অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।