
যশোরে প্রতিপক্ষের হামলায় কামরুজ্জামান ওরফে কামাল (৩৬) নামে এক আইনজীবী সহকারী গুরুতর আহত হয়েছেন। তিনি যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের মৃত বদর উদ্দীন বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত কামালের অভিযোগ, চলতি বছরের ২২ জুন রেলবাজার এলাকার এক নারী মিরা বাদী হয়ে তার বিরুদ্ধে যশোর আদালতে ৭/৩০ ধারায় একটি মামলা (জিআর নং ৫১৫/২৫) করেন। মামলাটি বর্তমানে আদালতে নিয়মিত বিচারাধীন এবং কামাল বিবাদী পক্ষের আইনি সহায়তায় নিযুক্ত আছেন।
সম্প্রতি মামলার আসামিদের জামিনের উদ্যোগ নিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন মিরা ও তার অনুসারীরা। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে শহরের জজকোর্ট জামে মসজিদ গেট সংলগ্ন নাসমিন প্লাজার নিজ কক্ষে অবস্থান করছিলেন কামাল। এ সময় মিরার নেতৃত্বে ইমন, সুমন, প্রান্তসহ অজ্ঞাত ৪/৫ জন তার চেম্বারে ঢুকে দরজা বন্ধ করে তাকে বেধড়ক মারধর করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
আপনার মতামত লিখুন :