যশোর জেলা ক্রীড়া সংস্থা থেকে কাজী এনামের অপসারণের দাবিতে স্মারকলিপি
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2025 ইং
স্টাফ রিপোর্টার : যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে কাজী এনাম আহমেদের অপসারণের দাবিতে স্মারকলিপি দিয়েছে ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা। আজ সকাল ১১টায় ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের কাছে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে নতুন সদস্য হিসাবে কাজী এনাম আহমেদের নাম সংযোজন হওয়ায় তারা হতবাক, মর্মাহত, আশাহত এবং ক্ষুব্ধ। বিগত দিনে কাজী এনাম জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত থাকলেও তিনি খেলার উন্নয়ন, ক্রীড়া সংস্থার উন্নয়ন, মাঠ, খেলোয়াড়দের ভালো মন্দ সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাড়িয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে তার প্ররোচনায় জনসভা করার জন্য স্টেডিয়ামের গ্যালারি ভাঙ্গাসহ মাঠের প্রচুর পরিমানে ক্ষয়ক্ষতি করা হয়েছিলো। কার সুপারিশে এবং কোন প্রক্রিয়ায় তিনি সদস্য হলেন তা পরিষ্কার না। তার এ সদস্য পদ ক্রীড়াঙ্গনে কোন সুফল আনবে না বরং বিগত ১৪ বছরের অচলাবস্থা এবং জটিলতা আরো বৃদ্ধি পাবে। কারণ তিনি এর আগে ক্রীড়া সংস্থায় থাকাকালীন ক্রীড়াঙ্গনের দক্ষ সংগঠকবৃন্দ এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ মাঠ বিমুখ হয়ে পড়েছিলেন। এ অবস্থায় কাজী এনাম আহমেদকে এডহক কমিটি থেকে অপসারণ করার জোর দাবি জানানো হয়েছে।
ক্রীড়া সংগঠকরা জানান, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তারা কাজী এনামকে অপসারণে জাতীয় ক্রীড়া পরিষদকে বাধ্য করা হবে।
আপনার মতামত লিখুন :