ভারতের আদানি পাওয়ার থেকে বিদ্যুৎ আমদানির বকেয়া টাকার ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে বাংলাদেশ। ফলে বহন খরচ এবং বিদ্যুৎ ক্রয় চুক্তি সম্পর্কিত সমস্যাসহ সব বকেয়া পরিশোধ হয়ে গেল।
কুমিল্লার বুড়িচং উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সৌদি প্রবাসীর স্ত্রী ফেরদৌসী বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয় একটি সেপটিক ট্যাংকে। এই নৃশংস ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এ অন্যের হয়ে সাক্ষ্য দিতে এসে সাইদুর রহমান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। পরে বিচারক মো. পারভেজ শাহরিয়ার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণের শক্তি ভোটাধিকারে। এ ভোটাধিকার নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। তরুণরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগ করেছেন। ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করেছেন। ফলে জনগণের শক্তি ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দিতে হবে।