কেশবপুরে তেল সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করায় তিন ব...
যশোরের কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার পাথরঘাটা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ তাদেরকে তিন লাখ টাকা জরিমানা করেন।