নওয়াপার ব্যবসায়ী টিপুর ব্যাংক চেক চুরি ও জাল স্বাক...
নওয়াপাড়ার ব্যবসায়ীর চেক চুরি ও জাল স্বাক্ষর করে ডিজঅনারের অভিযোগে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। নওয়াপাড়ার মেসার্স জাফ্রিদী এন্ট্রারপ্রাইজের মালিক শাহনেওয়াজ কবির টিপু বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোলেহ রানা অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।