ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি
রবিবার ভোরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।এই হামলার কয়েক ঘণ্টা পর হুথি মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেন, "আমাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাফায় লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।" তেল আবিব অবশ্য হুথিদের এই দাবির সত্যতা নিশ্চিত করেনি।