বেনাপোলের বড়আঁচড়ার মাঠপাড়ার একমাত্র রাস্তাটির বেহ...
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মাঠপাড়ার একমাত্র রাস্তাটির বেহাল দশা। ভেঙ্গে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তাটি পাকাকরণের জন্য এলাকাবাসী জোর দাবি দাবি জানিয়েছেন। তারা বলছেন, দুই গ্রামের একমাত্র এই রাস্তা দিয়ে প্রায় ১০ হাজার মানুষের চলাচল। প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন তারা। বিকল্প কোন রাস্তা না থাকায় তাদের দুঃখ দুর্দশার অন্ত নেই। দেশের বেনাপোল মডেল পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছোট আঁচড়া এবং বড় আঁচড়া গ্রাম থেকে শহরে যাওয়ার এই রাস্তাটি এখন খুবই নাজুক অবস্থায় পরিনত হয়েছে।