বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ...
যশোরের বেনাপোল ও শাহজাদপুর বিওপি সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটক আসামী হলেন, নড়াইল জেলার এগারোখান উপজেলার বাকোলি গ্রামের মৃত বিজয় বিষ্ণু গোস্বামীর ছেলে মুকুল গোস্বামী (৬৮),বেনাপোল পোর্টথানার গাজীপুর গ্রামের তনু মোড়লের ছেলে ইউসুফ মোড়ল (৪২)।